weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৭৩% , রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান-আকরামদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ব্লকড’ ভারতে

প্রকাশ : ০৩-০৫-২০২৫ ১২:১০

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। ভারতশাসিত পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রভাবশালী ব্যক্তিদের ওপর ‘ডিজিটাল ক্র্যাকডাউনে’র অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
 
তালিকায় আছেন, ইমরান খান, ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, ইমাম–উল–হক, নাসিম শাহ, হাসান আলী ও শান মাসুদ। 

ভারত থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাকিস্তানের এসব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট দেখতে পারছেন না। তাদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে গিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ থেকে একটি বার্তা পাচ্ছেন তারা, ‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। এর কারণ হলো এই কনটেন্টকে সীমাবদ্ধ রাখার আইনি অনুরোধ মেনে চলছি আমরা।’

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘আমরা এই কনটেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার–সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট এলাকায় এটি স্থানীয় আইনের পরিপন্থী। তাই এই কনটেন্টটি সীমাবদ্ধ করা হচ্ছে।’

গত ২২ এপ্রিল কাশ্মীরের দক্ষিণাঞ্চলের পর্যটন শহর পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন মারা যান, যাদের বেশির ভাগই পর্যটক। এরপর ভারত সরকার পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর ওপর কঠোর হয়, যাদের ভারতে প্রচুর অনুসারী আছে।

গত বৃহস্পতিবার বর্শা নিক্ষেপে পাকিস্তানের হয়ে অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়। এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি ও বাসিত আলীর ইউটিউব চ্যানেল ‘জাতীয় নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি নির্দেশে’ ভারতে ব্লক করা হয়। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস ও মিসবাহ–উল–হকের অ্যাকাউন্ট এখন পর্যন্ত ভারতে ব্লক করা হয়নি।

এর আগে, এ সপ্তাহের শুরুতেই ‘উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো, মিথ্যা তথ্য ও ভারত, এর সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালানোর’ অভিযোগে বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করে দেওয়া হয়। 

যার মধ্যে আছে পাকিস্তানের ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা সিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ ও রাজি নামা ইউটিউব চ্যানেল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশু আইয়ানও মারা গেছে গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শিশু আইয়ানও মারা গেছে সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর সিন্ধু নদে বাঁধ দিলে গুঁড়িয়ে ফেলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর গাজায় ২১১ সাংবাদিক নিহত, যার ২৮ জন নারী: জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গাজায় ২১১ সাংবাদিক নিহত, যার ২৮ জন নারী: জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ছয় ভক্তের মৃত্যু ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ছয় ভক্তের মৃত্যু