weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এই মুহূর্তে সৌদির লিগ বিশ্বের সেরা পাঁচে আছে: রোনালদো

প্রকাশ : ২৯-০৬-২০২৫ ১৬:৫২

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির সঙ্গে আরো দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল নাগাদ থাকছেন তিনি। চুক্তি বাড়িয়েই নিজেদের লিগ সম্পর্কে একটি বড় মন্তব্য করে ফেলেছেন তিনি। তারকা এ ফুটবলার সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচের মধ্যে দেখছেন।

সৌদির লিগের মানের প্রশ্নে রোনালদোর মুখে আগেও উচ্চসিত প্রশংসা প্রকাশ পেয়েছে। ফ্রান্সের লিগ ওয়ানের চেয়ে নিজেদের লিগকে সেরা বলে দাবি করেছিলেন তিনি। এবার আর কোনো নির্দিষ্ট লিগের সঙ্গে তুলনা নয়, সৌদি লিগকে বিশ্বের সেরা পাঁচের একটি বলেই আখ্যায়িত করেছেন তিনি।

আল নাসরের এক্সে প্রকাশিত এক ভিডিওতে রোনালদো বলেন, অবশ্যই। আমরা (সৌদি প্রো লিগ) এখনো উন্নতি করছি। কিন্তু আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে আমরা শীর্ষ পাঁচে (বিশ্বের লিগ) আছি। এখনো বিশ্বাস করি আমরা উন্নতি অব্যাহত রাখব, আমাদের কাছে সময় আছে। গত দুই বছরে দেখিয়েছি যে লিগ সর্বদা উন্নতি করছে।

রোনালদো যোগ করেন, আমি খুশি কারণ এই লিগ খুবই প্রতিযোগিতামূলক। যারা কখনো সৌদি আরবে খেলেনি, ফুটবল সম্পর্কে কিছু বোঝে না, তারাই বলে এই লিগ (বিশ্বের) সেরা পাঁচে নেই। আমি আমার কথায় শতভাগ বিশ্বাস করি এবং যারা এই লিগে খেলে তারা জানে আমি কী বলছি।

সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক। ওই টুর্নামেন্ট খুবই সুন্দর হবে বলে মত রোনালদোর। তিনি বলেন, এই কারণেই আমি থাকতে চাই, কারণ আমি এই প্রকল্পে (বিশ্বকাপ) বিশ্বাস করি। শুধু আগামী দুই বছর নয় বরং ২০৩৪ সাল পর্যন্ত, যখন সৌদি আরবে বিশ্বকাপ হবে। আমি বিশ্বাস করি, এটি হবে সবচেয়ে সুন্দর।

২০২৩ সালে আল নাসরের সঙ্গে চুক্তি করা রোনালদো কেবল একটি শিরোপাই জিতেছেন— আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। দলটির হয়ে লিগ জিততে চান তিনি। রোনালদো বলেন, আমার লক্ষ্য আল নাসরের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেতা। এবং অবশ্যই আমি এখনো তাতে বিশ্বাস করি। এই কারণেই আরও দুই বছরের চুক্তি করেছি। বিশ্বাস করি যে সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা