weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদক প্রাপ্তির উচ্ছ্বাস সাবিনাদের

প্রকাশ : ০৭-০২-২০২৫ ১১:৩৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নানা বিতর্কে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। তার মাঝেই সুখবর এসেছে। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় এ বছর একুশে পদক পাচ্ছে দলটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় তালিকা প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। 

নারী ফুটবলে টালমাটাল অবস্থার মধ্যে এই অর্জনের খবরে উচ্ছ্বাস সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে।

প্রতিক্রিয়ায় সাবিনা বলেছেন, ‘ভালো লাগছে শুনে আমরা একুশে পদক পেয়েছি। এই পদক অনেক সম্মানের। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’

গত বছর টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয় নারী ফুটবল দল। কাঠমাণ্ডুতে গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে ড্র করলেও ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনালে যায় বাংলাদেশ। সেমিতে ভুটানকে ৭-১ এবং ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা আনন্দে মাতেন ফুটবলাররা।

রাষ্ট্রীয় এই অর্জন ভবিষ্যতে আরো ভালো করার প্রেরণা দেবে, বলেছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, সাফজয়ী মেয়েরা একুশে পদক পাচ্ছে। এটি অবশ্যই আনন্দের ব্যাপার। মেয়েদের জন্য যেকোনো স্বীকৃতি আনন্দের। মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, যারা এই মেয়েদের স্বীকৃতি দেওয়ার জন্য মনোনীত করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই স্বীকৃতি মেয়েদের ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা হবে বলে মনে করি।

রাষ্ট্রীয় সম্মাননার পদকপ্রাপ্তির খবর এলেও নারী ফুটবলে সংকট দূর হয়নি। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্তে এখনো অটল আছেন সাফজয়ী দলের ১৮ সদস্য।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা