weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার আরো তিন ম্যাচ নিষিদ্ধ লুইস সুয়ারেস

প্রকাশ : ০৯-০৯-২০২৫ ১১:০৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
লিগস কাপে কড়া শাস্তির পর এবার মেজর লিগ সকারেও বড় সাজা পেলেন লুইস সুয়ারেস। ইন্টার মায়ামির তারকাকে লিগে নিষিদ্ধ করা হলো তিন ম্যাচের জন্য। প্রতিপক্ষের একজনকে থুতু দেওয়ার ঘটনায় এই নিয়ে মোট নয় ম্যাচ নিষিদ্ধ করা হলো অভিজ্ঞ স্ট্রাইকারকে।

শনিবার শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকেই কার্যকর হবে সুয়ারেসের এই নিষেধাজ্ঞা। এরপর তিনি খেলতে পারবেন না মঙ্গলবার সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ম্যাচে, লিগস কাপে যাদের বিপক্ষে সুয়ারেসের ওই কাণ্ড। এরপর ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না মায়ামি।

সুয়ারেস শাস্তি পেলেও সের্হিও বুসকেতস ও তোমাস আবিলেসকে নিয়ে স্বস্তির খবরই পেয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপে দুই ম্যাচ ও তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া এই দুই ফুটবলার মেজর লিগ সকারে বাড়তি আর সাজা পাননি। লিগে খেলতে তাই বাধা নেই তাদের।

গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যা চলতে থাকে বেশ অনেকটা সময় ধরে। নানা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এসবের সূচনা করেন সুয়ারেস।

ম্যাচের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, সিয়াটলের স্টাফদের একজনের দিকে থুথু ছুড়ছেন সুয়ারেস।

ওই ঘটনায় সুয়ারেস ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে লিগস কাপ আয়োজক কমিটি। তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর শুধু লিগস কাপে। এবারের লিগস কাপ শেষ। এই নিষেধাজ্ঞার প্রয়োগ হবে তাই আগামী মৌসুমে, যখন সুয়ারেস এই দলে থাকবেন কিনা, নিশ্চিত নয়। তখনই অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল, মেজর লিগ সকার কর্তৃপক্ষ চাইলে আলাদা করে শাস্তি দিতে পারে।

থুতুকাণ্ডের পর অবশ্য সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন সুয়ারেস। তবে বড় শাস্তি এড়াতে পারলেন না।

মাঠের ভেতরে বিতর্কিত কাণ্ডে জড়ানোর ঘটনা বেশ কবারই দেখা গেছে সুয়ারেসের ক্যারিয়ারে। প্রতিপক্ষের কাউকে কামড় দেওয়ার জন্যই তিনি নিষিদ্ধ হয়েছেন তিন দফায়। বর্ণবাদের কারণেও নিষেধাজ্ঞা পেয়েছেন, যে অভিযোগ তিনি অস্বীকার করেছেন বরাবরই।

সুয়ারেসের ঘটনার ম্যাচে সহিংস আচরণের জন্য কড়া শাস্তি পেয়েছেন সিয়াটলের সহকারী কোচ স্টিভেন লেনহার্ট। মৌসুমের বকি সময়টার জন্য তার প্রশংসাপত্র কেড়ে নেওয়া হয়েছে, যেটির মানে ঘরের মাঠে তিনি কেবল গ্যালারিতে থাকতে পারবেন, অন্য ম্যাচগুলোয় মাঠের কাছাকাছি থাকতে পারবেন না, ড্রেসিং রুমের ধারেকাছে যেতে পারবেন না। আগামী মৌসুম শুরুর আগে আবার পর্যালোচনা করা হবে তার শাস্তি। এ ছাড়া সিয়াটল সাউন্ডার্স দলকেও জরিমানা করা হয়েছে, যেটির পরিমাণ প্রকাশ করা হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮