weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

প্রকাশ : ০২-০৬-২০২৫ ১৬:২২

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অবশ্য তিনি টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ম্যাক্সওয়েল এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া, তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রতি তার দায়বদ্ধতা পূরণ করবেন।

২০১২ সালে মাত্র ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। ওয়ানডে ক্রিকেটে ১৩ বছরের ক্যারিয়ারে ১৪৯টি ম্যাচে তিন হাজার ৯৯০ রান করেছেন তিনি, গড় ৩৩ দশমিক ৮১ এবং স্ট্রাইকরেট ১২৬ দশমিক ৭০। বল হাতেও ৭৭টি উইকেট নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি আসে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে, যেখানে তিনি একা লড়াই করে অপরাজিত ২০১ রান করে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন।

ম্যাক্সওয়েল জানান, সাম্প্রতিক সময়ে তার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল যে তিনি দলের সঙ্গে সুবিচার করতে পারছেন না। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি বলেন, আমি মনে করি, আমাকে অপ্রত্যাশিতভাবেই শুরুতে দলে নেওয়া হয়েছিল। তখন ভাবতাম, হয়তো কয়েকটি ম্যাচ খেলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ম্যাক্সওয়েলকে ওয়ানডে ক্রিকেটের অন্যতম উত্তেজনাপূর্ণ এবং প্রভাবশালী খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, গ্লেনের বিস্ফোরক ব্যাটিং ক্রিকেট বিশ্বকে আলোড়িত করেছে এবং অস্ট্রেলিয়ার ৫০ ওভারের খেলার ধারাবাহিক সাফল্যের অন্যতম ভিত্তি ছিল।

ম্যাক্সওয়েলের অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার ক্রিকেটে একটি যুগের সমাপ্তি। তবে, তার বিস্ফোরক ব্যাটিং এবং অলরাউন্ড পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে চিরকাল অম্লান থাকবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে