কক্সবাজারের মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
প্রকাশ : ২২-০৯-২০২৫ ১৬:২৮

ছবি : সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে শাহাদাৎ হোসেন দোয়েল (৪২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দোয়েল ওই এলাকার মৃত ফজলুর হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দোয়েলকে লক্ষ্য করে গুলি চালায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই হোবাইব অভিযোগ করে বলেন, ‘স্থানীয় মুজিবকিল্লা এলাকার সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’ তিনি দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গাজমি নিয়ে শাহাদাত হোসেনের সঙ্গে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার বিকালে শাহাদাতের বড় ভাই লোকমান হোসেনের সঙ্গে সাদ্দামের কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে সাদ্দাম হোসনসহ আরো কয়েকজন শাহাদাতের ওপর হামলা চালান। এর একপর্যায়ে শাহাদাত হোসেনকে গুলি করা হয়। পরে আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাদাতের বড় ভাই লোকমান হোসেন অভিযোগ করেন, সাদ্দামের সঙ্গে স্থানীয় ‘তারেক বাহিনীর’ লোকজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। সাদ্দাম ওই বাহিনীর নেতা তারেকের ভাতিজা।
ওসি মঞ্জুরুল হক বলেন, ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। খুনিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেনের বিরুদ্ধে হত্যা-অপহরণসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। অন্যদিকে সাদ্দামও একই ধরনের চারটি মামলার আসামি। হত্যার ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com