weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বো টেস্টে হারল বাংলাদেশ, সিরিজ জিতল শ্রীলঙ্কা

প্রকাশ : ২৮-০৬-২০২৫ ১৪:০৬

ছবি : ‍সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের চতুর্থ দিনে শনিবার (২৮ জুন) ছয় ওভারের আগেই শেষ হয়ে যায় ম্যাচ। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর কেবল ১৮ রান।

সিরিজের আগের তিন ইনিংসে ব্যর্থ প্রাবাথ জায়াসুরিয়ার স্বরূপে ফিরে শিকার করেন ৫ উইকেট। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ বার এই স্বাদ পেলেন এই বাঁহাতি স্পিনার।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাসকে (১৪) দিনের শুরুতেই ফেরান জায়াসুরিয়া। পরের ওভারে ফেরান তিনি নাঈম হাসানকে। এরপর নিজের বলে তাইজুল ইসলামের ক্যাচ নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। শেষ ব্যাটসম্যান ইবাদত হোসেনকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন থারিন্ডু রাত্নায়াকে।

বাংলাদেশের প্রথম সাত ব্যাটসম্যান মোটামুটি শুরুর পরও ক্রিজে থিতু হতে পারেননি। ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। লঙ্কান স্পিনাররা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মোট ৯ উইকেট নেন।

প্রথম ইনিংসেও এনামুলক হক বাদে বাংলাদেশের সব ব্যাটসম্যানই ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেননি। দুই ইনিংসের একটিতেও বাংলাদেশের কারো ফিফটি নেই।

বিসিবি কদিন ধরে উদযাপন করছেন টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। এর মধ্যেই এলো টেস্ট ক্রিকেটে ২২তম ইনিংস ব্যবধানের হার। দুই দল এখন লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজটি শুরু বুধবার।

এদিকে বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান নাজমুল। বিসিবিকেও নিজের এই সিদ্ধান্ত তিনি জানিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭।

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮। 

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৪.২ ওভারে ১৩৩ (আগের দিন ১১৫/৬) (লিটন ১৪, মিরাজ ৫, তাইজুল ৬, ইবাদত ৬, নাহিদ ০*; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জায়াসুরিয়া ১৮-২-৫৬-৫, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, থারিন্ডু ৫.২-০-১৯-২)।

ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: পাথুম নিসাঙ্কা।

ম্যান অব দা সিরিজ: পাথুম নিসাঙ্কা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে