weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কোচিং পেশায় আসছেন নারী ফুটবলার সানজিদা

প্রকাশ : ০৯-০৭-২০২৫ ১৬:১৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
খেলা ছেড়ে কোচিং পেশায় আসতে যাচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার সানজিদা আক্তার। কোচিং-এ ক্যারিয়ার গড়তে শুরু করেছেন এএফসি 'বি' কোচিং লাইসেন্স কোর্স। ফুটবলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করা সতীর্থদের ধন্যবাদও জানিয়েছেন। দলে থাকতে না পারাটা আক্ষেপের হলেও মেনে নিয়েছেন পরিণতি।

ক্যারিয়ারের মধ্য গগনেই কোচিং কোর্সের দীক্ষা নিচ্ছেন বাংলাদেশ নারী দলের প্রথম সাফ জয়ের অন্যতম কুশিলব। ব্যস্ত ছিলেন ভুটানের স্থানীয় লিগে। বাফুফেই তাকে আমন্ত্রণ জানিয়েছে এএফসি 'বি' লাইসেন্স কোর্চ সম্পন্ন করার জন্য। ভুটানে তথাকথিত লিগ খেলার চাইতে, এই প্রস্তাব বেটার মনে করে যোগ দিয়েছেন সাইফুল বারী টিটুর ক্লাসে।

বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার বলেন, আমার ইচ্ছা হচ্ছে ফুটবলারদের সঙ্গে কাজ করব, এজন্যই আমি কোচিং লাইসেন্স করছি। একটা সময় দেখা যাবে আমি আর খেলোয়াড় থাকব না। সেক্ষেত্রে আমার যদি লাইসেন্স থাকে তবে পরবর্তীতে কাজ করতে পারব।

সানজিদা এক সময় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ। সব কিছু স্বাভাবিক থাকলে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা দলের সদস্য তিনি হতেন অবধারিতভাবেই। যেটা নিয়ে আক্ষেপে পোড়ার বদলে মেনে নিচ্ছেন নিয়তি। ইতিহাস রচনার জন্য অভিনন্দন জানিয়েছেন সতীর্থদের।

সানজিদা আক্তার বলেন, সবসময় তো মানুষ সবকিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া লাগেই। আমাদের সবসময় স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার পর এশিয়াতে ভালো কিছু করার। এবার তারা সেটা করে ফেলেছে, আমি এটা শুনে খুব খুশি হয়েছি।

এর আগে গ্রাসরুট ছাড়াও এএফসি ‘সি’ লাইসেন্স কোচিং কোর্স শেষ করেছেন সানজিদা। ‘বি’ লাইসেন্সে তিনি ছাড়াও শিউলি আজিমসহ অংশ নিচ্ছেন আরো পাঁচ ফুটবলার।

ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় দলের বাইরে রয়েছেন সানজিদা। খেলছেন ভুটান নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি