weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসারে আক্রান্ত মাইকেল ক্লার্ক

প্রকাশ : ২৮-০৮-২০২৫ ১২:৪৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
আবারো ক্যানসারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক নিজেই জানিয়েছেন এ খবর। অনেকদিন ধরেই ত্বকের ক্যানসারে ভুগছেন ক্লার্ক। সম্প্রতি আবার ধরা পড়েছে ক্যানসার। ত্বকের ক্যানসার অপসারণের জন্য অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন ক্লার্ক।

৪৪ বছর বয়সি ক্লার্ক বুধবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেটি অস্ত্রোপচারের পরের ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লার্কের নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে।

ক্লার্ক লিখেছেন, ত্বকের ক্যানসার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটি ত্বকের ক্যানসার অপসারণ করা হয়েছে।

ক্যানসার নিয়ে সবাইকে সতর্ক করে ক্লার্ক লিখেছেন, ত্বকের পরীক্ষা করানোর জন্য সবাইকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।

ক্যানসারের সঙ্গে ক্লার্কের লড়াই এই প্রথম নয়। ২০০৬ সালে তার প্রথম এ রোগ ধরা পড়েছিল। তারপর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে। গত বছর তার বুকে অস্ত্রোপচার হয়। ২০২৩ সালে কপাল এবং মুখ থেকে ক্যানসার অপসারণ করা হয়। ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০২৩ সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন। জানান, তিনি বছরে দুবার ত্বকের সব পরীক্ষা করানোর চেষ্টা করেন। সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতেই ত্বকের ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি ২০ খেলেছেন ক্লার্ক। ৭৪ টেস্ট ও ১৩৯ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন এই চ্যাম্পিয়ন ব্যাটার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে