গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, পুলিশ সদস্যসহ আটক দুই
প্রকাশ : ১৪-০৯-২০২৫ ১৬:৩২

ছবি : সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে স্থানীয়রা। আটকদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকার গজারিয়াপাড়ার কবির মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ সময় একটি খেলনা পিস্তল, দুটি লোহার পাইপ ও একটি বাংলাদেশ পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, জয়দেবপুরের ৯ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকার কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলার সদরের মোশারফ হোসেনের ছেলে মো. শিহাব মোশাররফ সৈকত (২৩)। তিনি ১৩ এপিবিএনে (উত্তরা) কর্মরত আছেন।
এলাকাবাসী জানান, আটকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ও পুলিশের পরিচয় দিয়ে এখানে চাঁদাবাজি করতে এসেছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি দুজনকে এলাকাবাসী ধরে রেখেছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com