weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মিললো মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ

প্রকাশ : ২৩-০৯-২০২৫ ১১:৩৪

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের একটি ফ্ল্যাট বাসা থেকে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, আর্থিক সংকটের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলার একটি রুম থেকে গাজীপুর সদর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আক্কাস আলী শহরের উত্তর ছায়াবিথী হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলায় গোলাম মাওলার ফ্ল্যাটের জাহিদ হাসান ঢালীর রুমে থাকতেন। আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালীর গাজীপুর শহরের ওই ফ্ল্যাট বাসায় ১৫-২০ দিন আগে বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জ জেলায় ব্যবসা বাণিজ্য করতেন। তিনি মুন্সিগঞ্জ শহরের ‘মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের’ মালিক।

ব্যবসায়িক লোকসান ও ঋণগ্রস্তের কারণে পারিবারে আর্থিকভাবে সংকটে পড়েন আক্কাস  আলী। এ নিয়ে প্রায় পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেন।

ওসি মেহেদী হাসান বলেন, আর্থিকভাবে সচ্ছলতা না থাকার কারণে আক্কাস আলী মানসিকভাবে ও পারিবারিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি নিজের প্রতি রাগে, ক্ষোভে, অভিমানে সোমবার সকাল সাড়ে ১০টার থেকে পৌনে তিনটার মধ্যে যেকোনো সময় কেউ বাসায় না থাকার সুবাদে রুমের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা লাগিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যিাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু