weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চীনে ভিন্নধর্মী ম্যারাথন, মানুষের সঙ্গে আছে রোবটও

প্রকাশ : ২০-০৪-২০২৫ ১৪:৪৫

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
চীনে ভিন্নধর্মী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেইজিংয়ের ওই ম্যারাথনে হাজারো মানুষের সঙ্গে অংশ নিয়েছিল ২১টি রোবট। আয়োজকরা দাবি করেছেন, বিশ্বে এটি প্রথম হাফ ম্যারাথনের আয়োজন যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

ম্যারাথনে প্রতিযোগীদের প্রায় ২১ কিলোমিটার দৌড়াতে হয়েছে। রোবটগুলোকেও একই পথ অনুসরণ করতে হয়েছে। এসব রোবটের উচ্চতা ছিল তিন ফুট থেকে প্রায় ছয় ফুট পর্যন্ত।

মানুষের আদলে তৈরি এসব রোবটগুলোকে দুই পায়ে হাঁটতে বা দৌড়াতে হয়েছে। এই ম্যারাথনে রোবটগুলোর মধ্যে প্রথম হয়েছে তিয়ানগং আলট্রা। এটি দুই ঘণ্টা ৪০ মিনিটে দৌড় শেষ করেছে। অপরদিকে ম্যারাথনে অংশ নেওয়া লোকদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি এক ঘণ্টা দুই মিনিটে দৌড় শেষ করেছেন।

বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়ান ও তার দল। বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিকসে কাজ করা জিয়ান বলেন, এই রোবটের লম্বা পা তাকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে।

রোবটটি অ্যালগরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কীভাবে দৌড়ায়, তা অনুকরণ করেছে। লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র তিনবার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলে জানান এই প্রযুক্তি কর্মকর্তা।

রোবটগুলো বিভিন্ন ধরনের জার্সি এবং জুতা পড়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মানুষ এবং রোবটের এ ধরনের দৌড় প্রতিযোগিতায় বেশ আনন্দ পেয়েছেন সেখানে থাকা দর্শকরা। সে সময় বেশ কিছু মজার পরিস্থিতি তৈরি হয়। একটি রোবট দৌড় শুরুর আগমুহূর্তেই মাটিতে পড়ে যায়। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেটি আবার উঠে দাঁড়ায় এবং দৌড় শুরু করে। আরেকটি রোবট দৌড়ের স্থান থেকে অন্য দিকে চলে গিয়ে সোজা রেলিংয়ের সঙ্গে বাড়ি খেয়েছে।

দৌড়ের সময় রোবটগুলোর সঙ্গে সেগুলোর তত্ত্বাবধানকারীরাও ছিলেন। অনেকেই রোবটগুলোর সঙ্গে সঙ্গে দৌড়েছেন এবং নিজেদের রোবটগুলোকে সহায়তা করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা