টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা তরুণীর লাশ মিলল খালে
প্রকাশ : ২২-০৯-২০২৫ ১২:২৮

ছবি : সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
নিখোঁজের এক সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফের খাল থেকে এক রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামার পাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান।
মৃত ২০ বছর বয়সী সাজেদা আক্তার উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহর মেয়ে।
তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি নাজমুন নূর বলেন, লামার পাড়া খালে এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশের একটি দল গিয়ে খাল থেকে লাশটি উদ্ধার করে। মৃত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণী ১৪ সেপ্টেম্বর স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তার আর খোঁজ মেলেনি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনেরা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com