weather ৪০.১৩ o সে. আদ্রতা ৩১% , বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কোহলি

প্রকাশ : ১২-০৫-২০২৫ ১৪:০২

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
গত সপ্তাহে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেন রোহিত শর্মা। তারও আগে সেই পথে হাঁটার ইঙ্গিত দেন বিরাট কোহলি। আইপিএলের মাঝপথে বোর্ডকে জানান সিদ্ধান্ত। ভারতের ক্রিকেট বোর্ড অনুরোধ করেছিল থেকে যেতে। অবশেষে টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা আজ সোমবার (১২ মে) নিজেই নিশ্চিত করেছেন ভারত তথা সময়ের অন্যতম সেরা তারকা ব্যাটার বিরাট কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন কোহলি। এবার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন। ইন্সটাগ্রামে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছি তাও ১৪ বছর হয়েছে। সত্যি বলতে, কখনো ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব।’

কোহলি লিখেছেন, ‘এই ফরম্যাট ছেড়ে দেওয়া আমার জন্য সহজ কিছু ছিল না, কিন্তু এটিই সঠিক সময়। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক কিছু পেয়েছিও যা কখনো আশা করিনি। পেছনে ফিরে যখনই আমার টেস্ট ক্যারিয়ার দেখব মুখে হাসি থাকবে।’

অস্ট্রেলিয়া সফরেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। একাধিকবার সতীর্থদের ইঙ্গিতও দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো নেই। সবমিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক।

একইসময়ে দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কিছুটা বিচলিত হয়ে পড়েছে বিসিসিআই। তাই কোহলিকে আরো একবার ভেবে দেখার অনুরোধ করেছিল। তবে কোহলি সেই অনুরোধ আমলে নেননি। 

৩০ সেঞ্চুরিতে ভারতের হয়ে ৯ হাজারের বেশি টেস্ট রান করেছেন বিরাট কোহলি। বিদায় বেলায় আবেগতাড়িত হয়ে সবার কথা স্মরণ করেছেন তিনি, 'খেলার জন্য যাদের সঙ্গে মাঠে ছিলাম এবং পথে যারা আমাকে অনুভব করেছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা।'

নিজের টেস্ট ক্যাপ নম্বর (২৬৯)কে হ্যাশট্যাগ দিয়ে সাইনিং অফ লিখে কোহলি জানান তৃপ্তির কথা, 'আমি সর্বদা আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাব।'

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির। ভারতের হয়ে ১২৩ টেস্ট খেলে ৪৬.৮৫ গড়ে তিনি করেছেন ৯ হাজার ২৩০ রান। দীর্ঘ এই পরিসরে কোহলি ৩১ ফিফটির পাশাপাশি করেন ৩০ সেঞ্চুরি। টেস্টে কোহলির চেয়ে ভারতের হয়ে বেশি রান আছে আরো তিনজনের। কিংবদন্তি শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনিল গাভাস্কারের পেছনে থেকেই এই সংস্করণ থামিয়ে দিলেন মাস্টার ব্যাটার। এখন শুধু ওয়ানডে সংস্করণ খেলবেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎস্পন্দন: প্রধান উপদেষ্টা ঢাবি ছাত্র শাহরিয়ার সাম্য হত্যা: গ্রেপ্তার তিন জনের পরিচয় মিলেছে ঢাবি ছাত্র শাহরিয়ার সাম্য হত্যা: গ্রেপ্তার তিন জনের পরিচয় মিলেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান ‘বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই ‘বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই