ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার
প্রকাশ : ১২-০৮-২০২৫ ১৬:৩৪

ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে মাদকসহ এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী তাকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান।
গ্রেপ্তার সেলিম রেজা (৩০) জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ভাতা প্রদানের একটি তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তালিকার ‘সি’ ক্যাটাগরিতে সেলিম রেজার নাম রয়েছে।
ওসি সারোয়ার আলম বলেন, দীর্ঘদিন ধরে সেলিম রেজা এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদে সোমবার সন্ধ্যায় সদরের জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ২১ বোতল ফেনসিডিলসহ জুলাই যোদ্ধা সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার কাছে নগদ ৪২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও জুলাই যোদ্ধার একটি কার্ড পাওয়া গেছে।
শিবগঞ্জ এলাকারে বাসিন্দা নজরুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে এলাকায় রমরমা মাদকের ব্যবসা করছিল সেলিম। তাকে যৌথবাহিনী ধরায় এলাকায় স্বস্তি ফিরেছে। আমরা চাই পুরো জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলমান থাক। তাহলে এই সমাজ সুন্দর হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সারোয়ার আলম খান জানিয়েছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com