weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া

প্রকাশ : ১৩-১১-২০২৫ ১১:২৯

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
কয়েকদিন আগে জানা গেছে, দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন সর্বকালের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফু। আগামী ৫-১১ ডিসেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট হবে। 

সেখানে যোগ দেবেন এই ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। একই সময়ে ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া।

সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে খেলেছিলেন ক্যানিজিয়া। তিনি ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় কাটিয়েছেন ক্যানিজিয়া। কাফুর সমসাময়িককালে তার আগমন ফুটবলপ্রেমী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে বলে মনে করছে আয়োজক এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল।

‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। সেখানে সরাসরি উপস্থিত থাকার কথা রয়েছে কাফু ও ক্যানিজিয়ার। 

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার কথা নিশ্চিত করে ক্যানিজিয়া বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ ডিসেম্বর এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপে তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে উপভোগ করব।’

এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কর্ণধার এমডি আসাদুজ্জামান জানিয়েছেন, ‘ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে