ঢাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
প্রকাশ : ২৫-১০-২০২৫ ১২:৫৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। শনিবার (২৫ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।
তিনি বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইকোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটার দিতে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি, ওই নারী ভবঘুরে প্রকৃতির। হাইকোর্ট এলাকায় থাকতেন। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
এসআই হামিদুল ইসলাম আরো বলেন, তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com