weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৮% , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ২ : বিএনপির প্রার্থী হতে মরিয়া অনেক হেভিওয়েট

প্রকাশ : ২৫-১০-২০২৫ ১১:০১

রুমিন ফারহানা, আহসান উদ্দিন খান শিপন ও নাজমুল হুদা বিপ্লব, ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনটিকে বিএনপির দুর্গ বলা হয়ে থাকে। ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনেও জয় পেয়েছে বিএনপি।

আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে মরিয়া অনেক হেভিওয়েট প্রার্থী। তালিকায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামিম, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদার ছেলে ও জেলা বিএনপির সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক তরুণ দে, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা আবু আসিফ আহমেদ। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, ইসলামী আন্দোলনের হাফেজ কারী নেছার আহমদ আন-নাছরী, এনসিপির আশরাফ মেহেদী, খেলাফত মজলিসের মঈনুল ইসলাম খন্দকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা সেক্রেটারি অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ ভূইয়া ও সিপিবির প্রার্থী উপজেলা সেক্রেটারি মোজাম্মেল পাঠান।

কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘এটি বিএনপির আসন। আমি এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।’ 

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন বলেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়তে চাই। মনোনয়ন পেলে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে এলাকায় কাজ করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হলের সাবেক এ সাধারণ সম্পাদক অনেকটা সময় ধরে এলাকায় কাজ করছেন। চষে বেড়াচ্ছেন বৃহৎ এ আসনটির প্রতিটি প্রান্তে।  

বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামিম বলেন, ‘সরাইল ও আশুগঞ্জে প্রতিটি বিএনপি নেতা-কর্মী ও জনসাধারণের দুর্দিনে পাশে ছিলাম। বহুবার জেল খেটেছি ও নির্যাতনের শিকার হয়েছি। আমার ত্যাগ বিবেচনায় বিএনপি মনোনয়ন দেবে।’

জেলা বিএনপির সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব বলেন, ‘১৯৭৯ সালের সংসদ নির্বাচনে আমার বাবা এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’ 

বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য এসব প্রার্থীদের তৎপরতায় আসনটিতে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কে হচ্ছেন এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী।

এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আসনটির বেশি ভোট সরাইল উপজেলায়। আসনটি সরাইল উপজেলাকে প্রাধান্য দিয়েই গঠিত হয়েছে। আরো একটি বিষয় জানান উপজেলাবাসী। তারা আশুগঞ্জ কিংবা বিজয়নগরের প্রার্থীকে ‘বহিরাগত’ মনে করেন। সেই হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডা. নাজমুল হুদা বিপ্লবের চেয়ে মনোনয়ন পেলে জয়ের ব্যাপরে এগিয়ে থাকবেন অন্যরা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ সালমান শাহ হত্যা মামলা, কোথায় আছেন সামিরা ও ডন? সালমান শাহ হত্যা মামলা, কোথায় আছেন সামিরা ও ডন? কুয়ালালামপুর বিমানবন্দরে নাচলেন ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুর বিমানবন্দরে নাচলেন ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর আফগানিস্তানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, তবু ২ কিমি ছুটল চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, তবু ২ কিমি ছুটল