weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ যানবাহনের সংঘর্ষে আহত ২০

প্রকাশ : ১৭-০২-২০২৫ ১২:০০

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে শ্রীনগরের কামারখোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত।

 এ সময় একই লেনে পেছনে আসা একাধিক বাস পরপর পেছন থেকে একে একে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাসগুলো ও কাভার্ডভ্যান। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট পাঁচটি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। 

এ সময় ২০ জন আহত হয়েছেন। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত ঘনকুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্থায়ী ক্যাম্পাস না থাকায় বেসরকারি ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউজিসি স্থায়ী ক্যাম্পাস না থাকায় বেসরকারি ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউজিসি সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত