weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তিন বছর পর নেইমারের জোড়া গোল

প্রকাশ : ০৫-০৮-২০২৫ ১৬:৫০

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নেইমারের গোল করাই ইদানিং বড় খবর। সেখানে এক ম্যাচে দুই গোল করলেন ব্রাজিলিয়ান তারকা। প্রায় ভুলে যাওয়া স্বাদ দীর্ঘদিন পর পেলেন নেইমার। সান্তোসের জয়ে উপহার দিলেন তিনি জোড়া গোল।

ব্রাজিলিয়ান সেরি আতে জুভেন্তুজের বিপক্ষে গোল দুটি করেন নেইমার। পয়েন্ট তালিকার তলানির দিকের দলটিকে সান্তোস হারায় ৩-১ গোলে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এই ম্যাচটি দিয়ে নিজেকে ফিরে পাওয়ার পথে বড় একটি পদক্ষেপ নেন নেইমার। ২০২২ সালের অগাস্টের পর প্রথমবার টানা পাঁচ ম্যাচ পুরো খেললেন তিনি। ক্লাব পর্যায়ে এক ম্যাচে জোড়া গোল করতে পারলেন ওই ২০২২ সালের আগস্টের পর প্রথমবার।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার সবশেষ জোড়া গোল ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের ৫-১ গোলের জয়ে।

জুভেন্তুজের বিপক্ষে এই ম্যাচে নিজেদের মাঠে ৩৭তম মিনিটে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন উইঙ্গার আলভারো বাররেয়ালের শট ফিরিয়ে দেন গোলকিপার। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে বল জালে জড়ান নেইমার।

মিনিট দুয়েক পর একইভাবে গোল করেন বাররেলায়। আর্জেন্টাইন উইঙ্গার বেনইয়ামিন রলহেইসারের শট প্রকিপক্ষের একজনের পায়ে লেগে চলে যায় ফাঁকা থাকা বাররেয়ালের কাছে। তিনি ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে।

প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ করে জুভেন্তুজে। দ্বিতীয়ার্ধে সান্তোসের বেশ কিছু আক্রমণ ব্যর্থ হয়। অবশেষে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। গোলকিপারকে বিভ্রান্ত করে মাঝ বরাবর আলতো গড়াতো শটে বল জালে পাঠান ৩৩ বছর বয়সী তারকা।

লিগের ৯ ম্যাচে তার গোল হলো এখন ৩টি।

সান্তোসের হয়ে পুরো পাঁচ ম্যাচ টানা খেলার পর এখন জাতীয় দলে ফেরার অপেক্ষায় নেইমার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ভয়ানক চোটে কান্নাভেজা চোখে মাঠ ছাড়ার পর ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি দেশের ইতিহাসের সফলতম স্কোরারকে। গত মার্চে তাকে স্কোয়াডে রাখা হলেও পরে চোটের কারণ ছিটকে পড়েছিলেন।

আগামী মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লড়বে ব্রাজিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার