weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দায় স্বীকার করলেন টাইগার অধিনায়ক জাকের

প্রকাশ : ২৬-০৯-২০২৫ ১১:৪২

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
ফাইনালের টিকিট হাতের নাগালে ছিল। পাকিস্তানকে ১৩৬ রানে আটকে দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের ড্রেসিংরুমে জয়ের স্বপ্ন দেখা শুরু হয়েছেন। 

কিন্তু সেই সহজ সমীকরণও শেষ পর্যন্ত গিলে খেল চিরচেনা ব্যাটিং ব্যর্থতা। মাত্র ১২৪ রানে গুটিয়ে গিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিকও অকপটে স্বীকার করলেন— ধ্বংসযজ্ঞের নেপথ্যে মূল দায় ব্যাটসম্যানদের।

জাকের বলেন, গত দুই ম্যাচেই ব্যাটিং ইউনিট আমাদের হতাশ করেছে। বিপরীতে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু রান তাড়ায় আমরা বারবার ভুল করেছি, আর তারই মূল্য দিতে হয়েছে।

লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দেওয়া জাকেরের জন্য অভিষেকটা সুখকর হয়নি। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের কাছেও একই পরিণতি বরণ করতে হলো। তবে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন, এটি কঠিন ছিল। তবু আমি সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। অধিনায়কত্বে মানিয়ে নেওয়া আর ম্যাচে ফেরানোর প্রচেষ্টা ছিল সবসময়।

বোলারদের প্রশংসা করলেন জাকের। রিশাদ হোসেন আর সাইফ হাসানের নাম আলাদা করে উল্লেখ করেন তিনি, ‘আমাদের বোলাররা সত্যিই গর্বিত করেছে। রিশাদ দারুণ বোলিং করেছে। আর ব্যাট হাতে সাইফ পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সমর্থন দিতে পারিনি।’

এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ শেষ দুই ম্যাচে ভারতের পর পাকিস্তানের কাছেও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু