weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল তারকা থমাস পার্টে

প্রকাশ : ০৫-০৭-২০২৫ ১২:০৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ গঠন করেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত এই ঘানার ফুটবল তারকার বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। এক নারীকে দু’বার, অন্য নারীকে তিনবার ধর্ষণ এবং তৃতীয় একজনকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে, প্রথম ধর্ষণের অভিযোগ আসার পর।

৩২ বছর বয়সী পার্টে ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হবেন। তার আইনজীবী জেনি উইল্টশায়ার জানিয়েছেন, পার্টে সকল অভিযোগ অস্বীকার করছেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগকে স্বাগত জানাচ্ছেন।

আর্সেনাল ক্লাব জানিয়েছে, পার্টের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হয়েছে এবং চলমান আইনি প্রক্রিয়ার কারণে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।

২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন পার্টে। সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৪ গোল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া আর্সেনালের হয়ে খেলেছেন আরো ১২টি ম্যাচ।

লন্ডন উত্তরাঞ্চলের ক্রাউন প্রসিকিউশনের প্রধান জাসওয়ান্ট নারওয়াল বলেন, প্রমাণাদি পর্যালোচনার পর পার্টের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। তবে তাকে অবশ্যই ন্যায্য বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে।

মেট পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফার্ফি বলেন, আমাদের অগ্রাধিকার এখনো সেই নারী ভুক্তভোগীদের প্রতি সমর্থন দেওয়া। যাদের এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে কিংবা কোনো তথ্য জানেন, তাদের পুলিশকে সহযোগিতা করতে আহ্বান জানানো হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু