নতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন শিখর ধাওয়ান
প্রকাশ : ০২-০৫-২০২৫ ১৬:৫৫

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
গত মার্চে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানকে দেখা যায় স্টেডিয়ামের গ্যালারিতে এক নারীর সঙ্গে। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠে এক বিদেশিনীর সঙ্গে প্রেম করছেন সাবেক এই ভারতীয় ওপেনার।
পরে জানা যায় তিনি আয়ারল্যান্ডের নাগরিক সোফি শাইন। কিন্তু হঠাৎ করেই ধাওয়ান-সোফি একসঙ্গে সামনে আসায় নতুন সম্পর্কের জল্পনা চলতে থাকে। ধাওয়ান নিজেও এক বার্তায় ইঙ্গিতটা দিয়েছিলেন।
এক অনুষ্ঠানে তার গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠলে কথা বলতে গিয়েও চুপ হয়ে গিয়েছিলেন শিখর। নতুন প্রেমিকার নাম কি– এমন প্রশ্নের জবাবে ধাওয়ান প্রথমে একটু দ্বিধা করেছিলেন। পরে অবশ্য হাসতে হাসতে বলেছেন, ‘আমি কোনো নাম বলব না। তবে এই ঘরে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েটিই আমার গার্লফ্রেন্ড।’ সেই অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন সোফি। ধাওয়ানের সেই মন্তব্যের ভিডিও সেই সময় ভাইরাল হয়েছিল।
অবশেষে চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাটাও। বৃহস্পতিবার (১ মে) ইনস্টাগ্রামে সোফির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ধাওয়ান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা।’ সঙ্গে হৃদয়ের একটি ইমোজিও দিয়েছেন তিনি।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com