weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কার মাঝেও পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা

প্রকাশ : ১৩-১১-২০২৫ ১১:২৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলার ঘটনার পরও পাকিস্তান সফর বাতিল করছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল (এসএলসি)। বোর্ডের নির্দেশ অনুযায়ী, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে সফর চালিয়ে যাবে তারা।

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার।

এই হামলার পর দলের কিছু খেলোয়াড় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সফর বাতিলের পথে যায়নি বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার (১২ নভেম্বর) ইসলামাবাদে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে দলকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন। বৈঠকে দুই দলের ম্যানেজার ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাকভি মঙ্গলবার বিকালেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, খেলোয়াড়দের উদ্বেগকে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং পিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সফররত দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বোর্ড আরো জানায়, নির্দেশ অমান্য করে কেউ দেশে ফিরে গেলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক পর্যালোচনা চালানো হবে এবং প্রয়োজনে বদলি খেলোয়াড় পাঠানো হবে যাতে সফর বিঘ্নিত না হয়।

পিসিবি চেয়ারম্যান নাকভি এসএলসিকে ধন্যবাদ জানিয়ে এক্সে লেখেন, খেলাধুলার মনোভাব ও ঐক্যের চেতনা উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।

তিনি জানান, বাকি দুটি ওয়ানডে ম্যাচ রাওয়ালপিন্ডিতেই শুক্রবার ও রবিবার অনুষ্ঠিত হবে।

এরপর আগামী সপ্তাহে জিম্বাবুয়ে যোগ দেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজের দুটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে এবং বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে