weather ১৭.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নুরাল পাগলার মরদেহ পোড়ানোয় তেল ছিটানো ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশ : ১৫-০৯-২০২৫ ১২:২০

ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় তেল ছিটিয়ে আগুনের শিখা বাড়ানোর অভিযোগে নজরুল ইসলাম নজির (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আকবর শেখের ছেলে এবং নাসের মাতুব্বর পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রাজবাড়ীর পুলিশ সুপার শরীফ আল রাজীব জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি, নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় নজরুল ইসলাম নজির তেল ছিটিয়ে আগুনের শিখা বাড়িয়েছিলেন।

নুরাল পাগলের দরবারে আগুন দেওয়ার ঘটনায় তার ভক্ত রাসেল মোল্লার নিহত হওয়ার পর তার বাবা আজাদ মোল্লা অজ্ঞাতনামা প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ফরিদপুরের নগরকান্দা থেকে নজরুল ইসলাম নজিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ঈমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। হামলায় নিহত হন নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০–১২ জন পুলিশ সদস্য আহত হন।

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প