weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার ইমরান খান

প্রকাশ : ২৬-০২-২০২৫ ১১:০৭

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
রাজনীতির খেলায় আটকে পড়ে জেলে বন্দী আছেন ইমরান খান। বলা চলে, মনে-প্রাণে ইমরান খান এখন পর্যন্ত তো সেই ক্রিকেটেরই মানুষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জেলে বসেও খোঁজ নিয়েছেন ক্রিকেটের। 

টিভিসেটের সামনে বসেই দেখেছেন ভারত-পাকিস্তানের ম্যাচ। যেখানে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর সেটি দেখে ক্ষুব্ধ ইমরান খান।

জেল থেকেই বার্তা দিয়েছেন ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া অধিনায়ক। সেটি জেলগেটে এসে প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। ইমরান খানকে উদ্ধৃত করে আলিমা সাংবাদিকদের বলেন, ‘পছন্দসই ব্যক্তিদের যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তখন পাকিস্তানে ক্রিকেট ধ্বংস হবে।’

২৯ বছর পর পাকিস্তানে বসছে আইসিসির কোনো স্বীকৃত টুর্নামেন্ট। তবে সেখানে শেষ চারেও জায়গা করে নিতে পারেনি দলটি। করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর দুবাইয়ে ভারতের কাছে হার ৬ উইকেটে। টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের পরাজয় তাদের স্বপ্ন শেষ করে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেটের এমন পরিণতিতে বেশ হতাশ ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রী জেলে বসেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন উল্লেখ করে তার বোন বলেন, ‘ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। 

তিনি আরো বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’

উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার সপ্তাহ পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট সপ্তাহ পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা করলেন বিএনপি নেতা সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা করলেন বিএনপি নেতা সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত