weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাখি ডিম পেড়েছে মাঠে, খেলা বন্ধ থাকবে মাসাধিককাল

প্রকাশ : ০১-০৯-২০২৫ ১১:৩৩

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
অস্ট্রেলিয়ার একটি আঞ্চলিক শহরে ফুটবল খেলা হঠাৎ করেই থেমে গেল অদ্ভুত কারণে। ক্যানবেরার কাছাকাছি জেরাবোমবেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবলাররা যখন মাঠে নামতে যাচ্ছিলেন, তখনই দেখা গেল— মাঠের একেবারে অর্ধেক লাইনের ঠিক মাঝখানে রাখা আছে এক মূল্যবান ডিম। সেটি আবার সাধারণ কোনো ডিম নয়, বরং স্থানীয় সুরক্ষিত প্রজাতির পাখি প্লোভারের ডিম।

আর যার ফলে কুইনবিয়ান-পেলারাং রিজিওনাল কাউন্সিল নিশ্চিত করেছে, বিপন্ন এই পাখিটির ডিম নড়াচড়া করা যাবে না। স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার পরামর্শ দিয়েছে, ডিম সুরক্ষিত রাখতেই খেলা অন্য মাঠে সরিয়ে নিতে হবে। ফলে নির্ধারিত ম্যাচগুলো কাছাকাছি আরেকটি পিচে আয়োজন করা হয়।

কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিম ফুটতে সাধারণত প্রায় ২৮ দিন সময় লাগে। তবে ছানা জন্মানোর পরও প্লোভার পরিবার দীর্ঘদিন একই জায়গায় অবস্থান করে, তাই কবে মাঠটি আবার খেলার জন্য উন্মুক্ত হবে, তা এখনই বলা কঠিন।

ওয়াইল্ডকেয়ারের এক মুখপাত্র বলেন, ‘প্লোভারদের বাসা একবার নষ্ট হলে মা-বাবা ছানাকে ত্যাগ করে চলে যায়। এ কারণেই মাঠের খেলাগুলো সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’

প্লোভারদের নিয়ে এটাই প্রথম ঘটনা নয়। অস্ট্রেলিয়ায় প্রায়ই দেখা যায়, এই মুখোশধারী পাখি ‘অপ্রাসঙ্গিক’ জায়গায় বাসা বাঁধে— কখনো খেলার মাঠে, কখনো ভবনের ছাদে। এমনকি বিশ্ববিখ্যাত গ্রেট ওশান রোডের কাছেও আগে তাদের কারণে জনপ্রিয় সৈকত বন্ধ করে দিতে হয়েছিল।

অস্ট্রেলিয়ায় গরম বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের প্রাকৃতিক চমক আরো বাড়বে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু ফুটবলারদের জন্য তা যতই অস্বস্তিকর হোক না কেন, পাখির জীবন বাঁচাতে খেলাই এখন সরাতে হচ্ছে মাঠ থেকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে