weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৬৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইজমানি থেকে টেনিস খেলোয়াড়দের কার কত আয়?

প্রকাশ : ২৬-০৬-২০২৫ ১৬:১২

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
শুধু খেলার জনপ্রিয়তায় নয়, আয়ের দিক থেকেও বিশ্বের অন্যতম আকর্ষণীয় খেলা হিসেবে জায়গা করে নিয়েছে টেনিস। নোভাক জোকোভিচ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের তারকা আরিনা সাবালেঙ্কা পর্যন্ত— গ্র্যান্ড স্লাম বা অন্যান্য বড় টুর্নামেন্টে অংশ নিয়ে এবং জিতে যে প্রাইজমানি পান, তা টুর্নামেন্ট চলাকালীন বা শেষে আলোচনায় চলে আসে।

তবে প্রশ্ন থেকে যায়— কে সবচেয়ে বেশি প্রাইজমানি আয় করেছেন? রজার ফেদেরার বা সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তি খেলোয়াড়দের ক্যারিয়ারে প্রাইজমানি হিসেবে মোট কত আয়, সেটা জানার আগ্রহ অনেকের।

এখানে মনে রাখতে হবে, ক্যারিয়ারে প্রাইজমানি থেকে আয় আর মোট আয়ের মধ্যে রয়েছে পার্থক্য। খেলোয়াড়রা বিভিন্ন টুর্নামেন্টে খেলে ও জিতে যে অর্থ পান, সেটাই প্রাইজমানি। অন্যদিকে, মোট আয়ের মধ্যে থাকে বিজ্ঞাপন, পণ্যদূত হওয়া, স্পনসরশিপ এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে আসা অর্থ।

ছেলেদের পেশাদার টেনিস পরিচালনাকারী সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস’ (এটিপি)–এর হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পুরুষ খেলোয়াড়দের মধ্যে ক্যারিয়ারজুড়ে সবচেয়ে বেশি প্রাইজমানি আয় করেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ।

২৪টি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা এখন পর্যন্ত প্রাইজমানি থেকে আয় করেছেন ১৮ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৯৮৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই হাজার ২৯৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা।

তার পরেই রয়েছেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল, যিনি ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। প্রাইজমানি থেকে তার আয় ১৩ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০০ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৬৪৯ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে আছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার; যার ঝুলিতে রয়েছে ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপা। তিনি প্রাইজমানি হিসেবে আয় করেছেন ১৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৩৯ ডলার। টাকার অঙ্কে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার ৫৯৬ কোটি ১৪ লাখ টাকা।

মেয়েদের মধ্যে প্রাইজমানি থেকে সবচেয়ে বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, যিনি জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা। তার প্রাইজমানির পরিমাণ নয় কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৭৩০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক হাজার ১৫৮ কোটি ৮৬ লাখ টাকা।

তার বড় বোন ভেনাস উইলিয়ামস, যিনি সাত বার গ্র্যান্ড স্লাম জিতেছেন, আয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ভেনাসের প্রাইজমানির পরিমাণ চার কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫৭৮ ডলার; যা বাংলাদেশি টাকায় প্রায় ৫২১ কোটি ৪০ লাখ।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রোমানিয়ার তারকা সিমোনা হালেপ। তিনি প্রাইজমানি হিসেবে আয় করেছেন চার কোটি দুই লাখ ৩৬ হাজার ৬১৮ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৯১ কোটি ৯১ লাখ টাকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে