weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগে বেশি হ্যাটট্রিক করেছেন যারা

প্রকাশ : ১১-১১-২০২৫ ১২:৪৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
অ্যালান শিয়ারারের ফিনিশিং থেকে শুরু করে আর্লিং হালান্ডের তাণ্ডব— ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ইতিহাসে হ্যাটট্রিক করা নায়ক অসংখ্য। এক বিকালের ঝড়েই এই নায়কেরা ম্যাচ, এমনকি পুরো মৌসুমের গতিপথ বদলে দিতে পারেন। 

১৯৯২-৯৩ মৌসুমে বর্তমান প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০৮ জন খেলোয়াড় ম্যাচ বল নিয়ে বাড়ি ফিরেছেন। তবে কেবল হাতে গোনা কয়েকজনই ইতিহাসের পাতায় নিজেদের নাম স্থায়ীভাবে লিখে গেছেন।

এই তালিকার শীর্ষে আছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন ফরোয়ার্ড মাত্র ১৭৫ ম্যাচে করেছেন ১২টি হ্যাটট্রিক। এর মধ্যে দু’বার চার গোল ও একবার পাঁচ গোলের অবিশ্বাস্য কীর্তিও রয়েছে।

দ্বিতীয় স্থানে আছেন প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ারার।

ইংলিশ এই গোলমেশিন ৪৪১ ম্যাচে করেছেন ১১টি হ্যাটট্রিক। তৃতীয় স্থানে লিভারপুলের প্রাক্তন তারকা রবি ফাউলার, যিনি ৩৭৯ ম্যাচে করেছেন ৯টি হ্যাটট্রিক।

চমকপ্রদভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন প্রিমিয়ার লিগের গোলরক্ষকদের নতুন আতঙ্ক আর্লিং হালান্ড। মাত্র ১০৮ ম্যাচেই নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের হ্যাটট্রিক সংখ্যা ৮!

পঞ্চম স্থানে আছেন আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি, ২৫৮ ম্যাচে তার ৮টি হ্যাটট্রিক।

উত্তর লন্ডনের অপরপ্রান্তে টটেনহামের হয়ে ৩২০ ম্যাচে ৮টি হ্যাটট্রিক করে ষষ্ঠ অবস্থানে আছেন হ্যারি কেইন।

সপ্তম স্থানে আছেন মাইকেল ওয়েন, যিনি ৩২৬ ম্যাচে করেছেন ৮টি হ্যাটট্রিক। এরপর রয়েছেন ওয়েন রুনি, ৪৯১ ম্যাচে ৭টি হ্যাটট্রিক তার দখলে।

নবম স্থানে উরুগুয়ের লুইস সুয়ারেজ, মাত্র ১১০ ম্যাচে ৬টি হ্যাটট্রিক করে নিজের নাম লিখে নিয়েছেন তালিকায়। আর তালিকার দশমে রয়েছেন ডাচ তারকা রুড ভ্যান নিস্টেলরয়, যিনি ১৫০ ম্যাচে করেছেন ৫টি হ্যাটট্রিক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে