weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে ইয়ামাল, আরো যারা আছেন

প্রকাশ : ০৪-১১-২০২৫ ১২:৩০

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নারী ও পুরুষ ফুটবলের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারস (ফিফপ্রো)। যেখানে সবচেয়ে কম বয়সী পুরুষ ফুটবলার হিসেবে বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এ ছাড়া নারী ফুটবলে রেকর্ড অষ্টমবার ফিফপ্রোর এই বর্ষসেরা একাদশে আছেন লুসি ব্রোঞ্জ।

ফিফপ্রো’র ভোটাভুটিতে নির্বাচিত হয় বর্ষসেরা একাদশ। ২০ বছর ধরে তারা বছরের সেরা ১১ ফুটবলার নির্বাচন করে আসছে। যেখানে এবার পিএসজির সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা সর্বোচ্চ ১৩ হাজার ৬০৯ ভোট পেয়ে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ (১০ হাজার ১৬৭) ভোট পেয়েছেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এর আগে ২০১৮ সালে ১৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে কিলিয়ান এমবাপে ফিফপ্রো’র বর্ষসেরা দলে ছিলেন। ষষ্ঠবারের মতো এবারও একাদশে আছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) থেকে সর্বোচ্চ পাঁচজন বর্ষসেরা এই একাদশে আছেন। তারা হচ্ছেন– সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী তারকা উসমান দেম্বেলে, ফুলব্যাক আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনহা ও দোন্নারুমা (সাবেক)। রিয়াল থেকে এমবাপে ছাড়াও আছেন জুড বেলিংহ্যাম। এ ছাড়া লিভারপুলের ভার্জিল ফন ডাইক, চেলসির কোল পালমার ও বার্সেলোনার পেদ্রিকে একাদশে রেখেছে ফিফপ্রো।

বর্ষসেরা নারী ফুটবল একাদশে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ইংল্যান্ডের। চেলসি ডিফেন্ডার ব্রোঞ্জ এবার অষ্টমবার সেখানে জায়গা পেয়েছেন। বাকিরা হচ্ছেন– ক্লো কেলি, হান্নাহ হ্যাম্পটন, লিয়াহ উইলিয়ামসন, অ্যালেসিয়া রুসো। এবার ৬৮টি দেশের ২৬ হাজার ফুটবলারদের মধ্য থেকে ভোটাভুটিতে ফিফপ্রো’র এই একাদশ গঠন করা হয়েছে।

বর্ষসেরা ফুটবল (পুরুষ) একাদশ: জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি/ম্যানচেস্টার সিটি ও ইতালি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল ও নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি ও পর্তুগাল), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড), কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা ও স্পেন), ভিতিনহা (পিএসজি ও পর্তুগাল), উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)।

বর্ষসেরা (নারী) একাদশ: হান্নাহ হ্যাম্পটন (চেলসি ও ইংল্যান্ড), ওনা ব্যাটল (বার্সেলোনা ও স্পেন), মিলি ব্রাইট (চেলসি ও ইংল্যান্ড), লুসি ব্রোঞ্জ (চেলসি ও ইংল্যান্ড), লিয়াহ উইলিয়ামসন (আর্সেনাল ও ইংল্যান্ড), আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন), ঘিজলেন চিবাক (বাদালোনা/আল হিলাল, মরক্কো), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা ও স্পেন), বারব্রা বান্দা (ওরল্যান্ডো প্রাইড ও জাম্বিয়া), ক্লো কেলি (ম্যানসিটি/আর্সেনাল ও ইংল্যান্ড), অ্যালেক্সিয়া রুসো (আর্সেনাল ও ইংল্যান্ড)।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে