weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বদলি নেমে মেসির গোল, শেষ আটে মায়ামি

প্রকাশ : ১৪-০৩-২০২৫ ১১:৪৫

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা দুই মিনিটও তখন প্রায় শেষ। আক্রমণে ইন্টার মায়ামি। বক্সের বাঁ পাশ থেকে প্রতিপক্ষের তিনজনের মাঝ দিয়ে বল বাড়িয়ে দিলেন সান্তিয়াগো মোরালেস। চকিতে বক্সে ঢুকে পাশে থাকা ডিফেন্ডার আর আগুয়ান গোলকিপারকে ফাঁকি দিয়ে আলতো টোকায় বল জালে পাঠালেন লিওনেল মেসি। 

জ্যামাইকায় এটিই মেসির প্রথম ফুটবল সফর। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ক্যাভালিয়ার এফসির সঙ্গে ইন্টার মায়ামির লড়াই। এমনিতে নিজেদের ম্যাচগুলি তিন হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠে খেলে থাকে ক্যাভালিয়ার। কিন্তু মেসির জন্যই এই ম্যাচ সরিয়ে নেওয়া হয় জাতীয় স্টেডিয়াম কিংস্টনের ইন্ডিপেন্ডেন্টস পার্কে।

লম্বা সময় পর্যন্ত সেই দর্শকদের উৎকণ্ঠায় থাকতে হয় মেসিকে ডাগআউটে বসে থাকতে দেখে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় আটবারের ব্যালন ডি অ’র জয়ীকে। তিন ম্যাচ পর মাঠে নেমে গোলের দেখাও পেয়ে যান তিনি।

মায়ামির জয় নিয়ে এমনিতে সংশয় খুব একটা ছিল না। মেসির গোল তাতে বাড়তি রঙের ছোঁয়া দিয়েছে। চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো সিরিজের দ্বিতীয় লেগে ক্যাভালিয়ার এফসিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে মায়ামি।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে ৩৭তম মিনিটে লুইস সুয়ারেসের পেনাল্টি গোলে এগিয়ে যায় মায়ামি। তার বদলি নেমেই ম্যাচের শেষ সময়ে গোল করেন মেসি।

মেসিকে ছাড়া প্রথম লেগেও ২-০ গোলেই জিতেছিল মায়ামি।

ওই প্রথম লেগসহ মায়ামির টানা তিনটি ম্যাচে ছিলেন না মেসি। চোট নাকি বিশ্রাম, এসব নিয়ে ধোঁয়াশা ছিল শুরুতে। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, অবসাদজনিত কারণে মেডিক্যাল টিমের পরামর্শেই তাকে খেলানো হচ্ছে না।

এই ম্যাচের জন্য জ্যামাইকা সফরের স্কোয়াডে মেসিকে রাখা হয়। তাতে উন্মাদনা শুরু হয় সেখানে। ম্যাচবড় মাঠে সরিয়ে নেওয়া হয়। মায়ামি দলকে বিমানবন্দরে স্বাগত জানান জ্যামাইকার সংস্কৃতি, লিঙ্গ, বিনোদন ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী।

গত বুধবার মেসিকে স্কোয়াডে রাখার খবর জানান কোচ হাভিয়ের মাসচেরানো। তবে মাঠে নামানোর নিশ্চয়তা তিনি দেননি। অবশেষে ম্যাচের ৫৩তম মিনিটে তাকে নামানো হয়। চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে মেসিদের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু