বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশ : ১৯-০৭-২০২৫ ০০:৩৬

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্টারলিংক। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কথা বলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিভাগের পরিচালক রিচার্ড গ্রিফিথস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লরেন বলেন, প্রধান উপদেষ্টা এবং তার প্রশাসনকে সাধুবাদ জানাতেই হয়, কারণ তিনি বাংলাদেশের জনগণের জন্য নজিরবিহীন এক সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনাদের নেতৃত্ব নতুন প্রযুক্তি গ্রহণ করেছেন। উচ্চগতির ইন্টারনেট এখন আর কল্পনা নয়। স্টারলিংক এখন ইন্টারনেটের ‘ক্রিটিক্যাল অ্যান্ড রিলায়েবল লাইফ লাইন’। বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দিতে সক্ষম স্টারলিংক।
লরেন বলেন, আমরা শুধু স্যাটেলাইট চালু করছি না, বরং টেলিমেডিসিন ও শিক্ষাসহ নানা সুবিধার নতুন দুয়ার উন্মোচন করছি। অন্যদের জন্য অনুকরণীয় জাতি আপনারা। নিজেদের জীবনের উন্নয়নে মানুষ স্টারলিংক ব্যবহার করবে। এদেশের মানুষ স্টারলিংক ব্যবহার করে কীভাবে তাদের জীবনযাত্রার বৈপ্লবিক পরিবর্তন করছে, সেটি দেখতে আমরা মুখিয়ে আছি।
স্পেসএক্সের কর্মকর্তা রিচার্ড গ্রিফিথস দ্রুততম সময়ে স্টারলিংককে কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। বাংলাদেশে ব্যবসা অনেক ‘সহজ’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
লিখিত বক্তব্য শেষ করেই সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন স্টারলিংকের দুই কর্মকর্তা। এরপর প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ফয়েজ আহমদ বলেন, স্টারলিংকের মাধ্যমে পরিষ্কার বার্তা দিতে চাই, নিরবচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটা সুবিধা নয়, অধিকার। স্টারলিংক বাংলাদেশের প্রতিটি স্থানে থাকবে, বিশেষ করে দূরবর্তী তৃণমূল এলাকায়। আজ বাংলাদেশ কানেক্টেড এবং এটি আর কখনো ডিসকানেক্টেড হবে না।
সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ নীতিমালা সংস্কারের বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি ফয়েজ আহমদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারী ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান।
এর আগে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেপের (বিএসসিএল) সঙ্গে ‘বি টু বি‘ চুক্তি করে স্টারলিংক। বিএসসিল এমডি ইমাদুর রহমান ও স্টারলিংক এর ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার চুক্তিতে সই করেন।
গত ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোনালাপ হয়। সেই আলোচনার সূত্রে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর উদ্যোগ শুরু হয়।
এরপর বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য ১০ বছর মেয়াদী দুটি লাইসেন্স পায় স্টারলিংক। এর একটি হচ্ছে 'ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’; অন্যটি ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com