weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সবজি, কাঁচা মরিচ, মুরগি আর পেঁয়াজের চড়া দাম

প্রকাশ : ১৮-০৭-২০২৫ ১২:৫০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আবারো ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সবজি, কাঁচা মরিচ, ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম বেড়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বাড়িয়েছে। টানা বৃষ্টি, মৌসুম শেষ এবং সরবরাহে ঘাটতির কারণে অধিকাংশ সবজির দাম দীর্ঘ সময় ধরে চড়া অবস্থানে রয়েছে। 

কাঁচা মরিচের কেজি ২৪০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। পাশাপাশি, কয়েক মাস স্থিতিশীল থাকার পর হঠাৎ করেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম, যা এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। 

ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ১৬০–১৮০ টাকায় পৌঁছেছে, যদিও ডিমের দামে সামান্য হ্রাস এসেছে। অন্যদিকে, মাছ ও মাংসের বাজারে দামের বড় পরিবর্তন না থাকলেও ইলিশের দাম তুলনামূলক বেশি। 

ভোক্তারা অভিযোগ করছেন, বাজার তদারকির অভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে এসব পণ্যের দাম লাগামহীন হয়ে উঠছে, যা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বাজার মনিটরিং জোরদার না হলে এই পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ ছাড়া শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, জালি ৫০, লাউ প্রতি পিস ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজি ২৪০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে মানভেদে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এতে করে ঢাকার পাড়া-মহল্লার দোকানগুলোতে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পণ্যটি। তবে বাজারে ৬০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে। আগে পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হতো।

খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরেই ৫০ থেকে ৬০ টাকায় স্থিতিশীল অবস্থায় ছিল পেঁয়াজের দাম। হঠাৎ করেই দুই-তিনদিন ধরে বাড়তে শুরু করেছে। গত কোরবানি ঈদেও পেঁয়াজের দাম স্থিতিশীল ছিল।

একই সঙ্গে ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ঢাকার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বাজারভেদে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৭০ টাকায়।

তবে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির ডিমের দাম গত সপ্তাহে বাড়লেও তা আবার কমতে শুরু করেছে এবং প্রতি ডজন ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে এবং ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়, খাসির মাংস এক হাজার ২০০ টাকা এবং ছাগলের মাংস এক হাজার ১০০ টাকায়।

চালের বাজারেও নতুন করে দাম বাড়েনি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মিনিকেট চালের কেজি ৮২-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে ইলিশের দাম চড়া। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকায়। এ ছাড়া ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৪০০ থেকে দেড় হাজার টাকা, আর দেড় কেজির ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৮০০ টাকায়। 

আর চাষের রুই কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮০-৪৫০ টাকায়, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাশ ১৮০-২৩৫, কৈ ২৮০-৩০০ এবং পাবদা ও শিং ৪০০-৫০০ টাকায়।

রামপুরা বাজারে বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে সব ধরনের সবজির দাম অতিরিক্ত। কিছুদিন আগে হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ার পর থেকে আর দাম কমছে না। আসলে সাধারণ ক্রেতাদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা উচিত, কিন্তু এই উদ্যোগ কখনোই নিতে দেখা যায়নি। ফলে বিক্রেতারা যেমন ইচ্ছা তেমন দাম আদায় করছে সাধারণের কাছ থেকে। 

মহাখালীর সবজি বিক্রেতা আব্দুল মালেক মিয়া বলেন, কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। এর মূল কারণ, বেশ কিছু সবজির ইতোমধ্যে মৌসুম শেষ হয়েছে এ কারণে বাজারের সরবরাহ কম।  এর সঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি ঢাকায় তুলনামূলক কম আসছে। সরবরাহ কম থাকার কারণে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। 

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন কাঁচা মরিচের দাম বিষয়ে বলেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়েছে। 

রামপুরা বাজারের বিক্রেতা আনিসুল হক বলেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। দুদিন ধরে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে।
 
সেগুনবাগিচা কাঁচাবাজারের বিক্রেতা আবু হাসান বলেন, সরবরাহ কিছুটা থাকায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

মোহাম্মদপুরের বাসিন্দা সাব্বির হাসান বলেন, কাঁচা মরিচের দাম এক ধাক্কায় ১৫০ টাকার মতো বেড়েছে। এক সপ্তাহের বেশি সময় এ দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এটি অস্বাভাবিক। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) এক প্রতিবেদনে বলা হয়েছে—মধ্যস্বত্বভোগীদের আধিপত্য, যথাযথ তথ্যের অভাব, চাঁদাবাজি ও পণ্য পরিবহনে বাড়তি খরচের কারণে খুচরা বাজারে সবজির দাম বাড়ার ক্ষেত্রে বড় প্রভাব বিস্তার করে থাকে। 

অন্যান্য নিত্যপণ্যের বেলাতেও বিটিটিসির প্রতিবেদনটি যুতসই বলে জানান ভোক্তারা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপালগঞ্জে তিন মামলার আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ গোপালগঞ্জে তিন মামলার আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭ বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু গাজীপুরের সড়কে মা-বাবা ও ছেলেসহ নিহত ৫ গাজীপুরের সড়কে মা-বাবা ও ছেলেসহ নিহত ৫ জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে মার্কিন কূটনীতিকরা অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবেন না মার্কিন কূটনীতিকরা অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে পারবেন না