weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হারালেন ক্রিকেটার ইবাদত হোসেন

প্রকাশ : ১৯-০৯-২০২৫ ১১:৪৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ছিল ৭৮ বছর।

জাতীয় ক্রিকেট লিগে সিলেট দলের ম্যানেজার আলী ওয়াশিকুজ্জামান ইবাদতের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


জাতীয় দলের হয়ে ২১ টেস্টসহ ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইবাদতের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। তার বাবা নিজাম উদ্দিন চৌধুরী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি করতেন।

সিলেট বিভাগীয় দলের ম্যানেজার আলী ওয়াশিকুজ্জামান তার ফেসবুক অ্যাকাউন্টে ইবাদতের বাবার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

ইবাদত সর্বশেষ জাতীয় লিগ টি-টোয়েন্টির সিলেট দলে ছিলেন, যা আবহাওয়ার কারণে আপাতত বন্ধ আছে।

ইবাদত বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি বাবাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

আজ শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু