weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিচ্ছেদ নিয়ে কী বললেন গার্দিওলার স্ত্রী ক্রিস্টিনা

প্রকাশ : ২৩-০১-২০২৫ ১১:৫০

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
কিছুদিন আগে বিচ্ছেদ হয়ে গেছে পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সারার। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, তাদের বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক আছে দুইজনের মধ্যে। বিচ্ছেদের পর এবার প্রথমবার মুখ খুললেন ক্রিস্টিনা।

বর্তমানে স্পেনে আছেন ক্রিস্টিনা। বার্সেলোনায় দেখা গেছে তাকে। তখন স্প্যানিশ সংবাদকর্মীর সঙ্গেও কথা বলেছেন তিনি। সেখানে ক্রিস্টিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদকর্মী প্রশ্ন করেছিলেন বিচ্ছেদের পর কেমন আছেন তিনি। জবাবে ক্রিস্টিনা বলেন, ‘খুব ভালো, ধন্যবাদ। সবকিছু ঠিক আছে।’

গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে দুই বছরের চুক্তি নবায়ন করেন। স্প্যানিশ অনেক সংবাদমাধ্যমের খবর, চুক্তি নবায়নের কারণেই এই দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছুই জানাননি ক্রিস্টিনা।

স্পেনের দুই সাংবাদিক লোরেনা ভাসকেস ও লরা ফা প্রথম পেপ ও ক্রিস্টিনার বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করে। এই দুই সাংবাদিককে একসঙ্গে ‘মামারাজ্জিস’ বলে ডাকা হয়। এক পডকাস্টে লোরেনা বলেছিলেন, পেপের বিরুদ্ধে ক্রিস্টিনার অনেক অভিযোগের একটি হলো তিনি নিজের পেশাদারি প্রজেক্টে অনেক বেশি মনোযোগী।

যার কারণে গত বছরের ডিসেম্বরে স্পেনের বার্সেলোনায় গিয়ে ক্রিস্টিনাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে বিবাহ বিচ্ছেদের আইনগত কাগজপত্রে দুই পক্ষ সই করেছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে পথচলা শুরু গার্দিওলার। পরবর্তীতে ২০১৪ সালে বার্সেলোনায় তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪ বছর। ২২ বছর বয়স ছেলে মারিয়াসের। ১৭ বছর বয়সী মেয়ে ভ্যালেন্তিনা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে ২০১৯ সালে ম্যানচেস্টার ছাড়েন ক্রিস্টিনা। তখন পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে পাঁচ বছর আগে বার্সেলোনায় ক্রিস্টিনা গিয়েছিলেন। তবে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা ম্যানচেস্টারেই থেকে গেছেন। ২০১৬ থেকে ম্যান সিটির কোচের কাজ করছেন তিনি।

একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে গার্দিওলা ও ক্রিস্টিনাকে। ছুটি কাটাতে বার্সেলোনাতেও যেতেন গার্দিওলা। তবে সেসব এখন অতীত।

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে