বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল দলে নেই নেইমার
প্রকাশ : ২৬-০৮-২০২৫ ১১:৪৬

ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
আশা জাগিয়েও শেষ পর্যন্ত জাতীয় দলে ফিরতে পারলেন না নেইমার জুনিয়র। চোটের কারণে আরো দীর্ঘায়িত হলো ব্রাজিল তারকা খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা।
বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের যে দল ঘোষণা করেছেন, তাতে নেইমার জুনিয়রকে রাখেননি তিনি।
এ সিদ্ধেন্তের একটি যুক্তিযুক্ত কারণও অবশ্য রয়েছে। আনচেলত্তি বলেছেন, নেইমার গত সপ্তাহে ছোটখাটো চোট পেয়েছিল, তবে আমাদের নেইমারকে পরীক্ষা করার দরকার নেই। সবাই ওকে চেনে। নেইমারসহ প্রত্যেকেরই শারীরিকভাবে ভালো কন্ডিশনে থাকতে হবে, যাতে জাতীয় দল বিশ্বকাপে ভালো খেলতে পারে। এই দুটি ম্যাচই বাছাইপর্বের শেষ খেলা, তাই আমাদের এই পর্বটা শক্তভাবে শেষ করতে হবে।
এরপর আনচেলত্তিকে জিজ্ঞাসা করা হয়, নেইমার কি জাতীয় দলের পরিকল্পনায় ছিলেন, গত সপ্তাহে উরুতে সামান্য ফোলাভাবের (মাংসপেশির হালকা চোট) আগে পর্যন্ত? তবে এ বিষয়ে কোচ সরাসরি উত্তর এড়িয়ে যান।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা হলো আরও বড় একটি তালিকা তৈরি করা, যেখানে ৫১ বা ৫২ জন বা তারও বেশি খেলোয়াড় থাকবে। এরপর চূড়ান্ত ম্যাচগুলোর আগে, শেষ সপ্তাহান্তে আমরা আসল তালিকা প্রস্তুত করব। কারণ সপ্তাহান্তের ম্যাচে কোনো খেলোয়াড় আহতও হতে পারে।
ব্রাজিল চিলির মুখোমুখি হবে আগামী বৃহস্পতিবার, ৪ আগস্ট মারাকানা স্টেডিয়ামে। এরপর তারা যাবে এল আল্টোতে, যেখানে ৯ আগস্ট বলিভিয়ার বিপক্ষে খেলবে দলটি।
আনচেলত্তি আরো বলেন, এই তালিকাটা আগের দুই ম্যাচের দল (ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে) থেকে কিছুটা পরিবর্তিত। নয়জন খেলোয়াড় এবার দলে নেই কার্লোস অগুস্তো, বেরালদো, লেও অর্টিজ, দানিলো, আন্দ্রেয়াস পেরেইরা, জেরসন, অ্যান্টনি ও ভিনি। তারা এবার নেই কারণ আমি নতুন কিছু খেলোয়াড়কে দেখতে চাই, যাদের ব্যক্তিগত প্রোফাইল আমি ভালোভাবে চিনি না। টেকনিক্যালি আমি সবাইকে চিনি, কিন্তু আমি এমন কিছু খেলোয়াড় দেখতে চাই যারা জাতীয় দলকে ভালো করতে সাহায্য করতে পারে। যারা দলে নেই, তারা প্রথম ডাকের সময় দারুণ কাজ করেছে এবং এজন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।
প্রকাশিত তালিকায় এসেছে বেশ কয়েকটি নতুন নাম, যেমন কাইও হেনরিকে, ডগলাস সান্তোস ও কাইও জর্জে।
আনচেলত্তির আগের দলের তুলনায় এবার মোট নয়জন নতুন খেলোয়াড় আছেন: কাইও হেনরিকে, ডগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জোয়েলিন্তন, পাকেতা, জোয়াও পেদ্রো, কাইও জর্জে এবং লুইজ হেনরিকে।
ভিনি জুনিয়র (প্রথম ম্যাচে নিষিদ্ধ) ও রদ্রিগো নেই দলে, আর তাদের জায়গা নিয়েছে এই নতুন মুখরা।
ব্রাজিল দলে ২৫ জনের তালিকা-
গোলরক্ষক: অ্যালিসন, বেন্টো, হুগো সোউজা।
সেন্টার ব্যাক: গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনহোস, আলেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনোল।
ফুল-ব্যাক: ওয়েসলি, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিকে, ডগলাস সান্টোস।
মিডফিল্ডার: অ্যান্ড্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাইও জর্জে, লুইজ হেনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন, জোয়াও পেদ্রো।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com