weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি আমিনুলকে হুমকির অভিযোগ, গানম্যান চেয়ে চিঠি

প্রকাশ : ০৫-০৯-২০২৫ ১১:৫৯

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
আগামী অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হতে পারে। এই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরই মাঝে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বুলবুল। এতে নিরাপত্তা শঙ্কায় বর্তমান বিসিবি প্রধানের জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর এই চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়ছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’

দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বুলবুল। অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে বিসিবি প্রধান বলেন, ফোন দিয়ে বলা হয় ‘ইলেকশন না করলে হয় না?’ না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। দুই-তিন দিন আগে এই ফোন এসেছিল।

গত বছরের ৫ আগস্টের পর বিসিবির নেতৃত্বেও পালাবদল আসে। তবে বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়া ফারুক আহমেদকে মে মাসে সরিয়ে দেওয়া হয়। তার বদলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন দেয় সাবেক অধিনায়ক ও আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই প্রথম সেঞ্চুরিয়ান স্বল্পমেয়াদে দায়িত্বগ্রহণ বা টি-টোয়েন্টি খেলার কথা জানান।

এদিকে, আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর একের পর এক চমক আসছে। পরিচালক পদে নির্বাচনের কথা জানিয়ে সভাপতি পদে আসতে চান বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরবর্তীতে ফারুক আহমেদসহ আরো কয়েকজনের পরিচালক নির্বাচনের কথা জানা গেছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে