মামদানির সঙ্গে শুক্রবার ওভালে বসবেন ট্রাম্প
প্রকাশ : ২০-১১-২০২৫ ১১:৪৫
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে শুক্রবার (২১ নভেম্বর) বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই ৩৪ বছর বয়সী নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। মামদানি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানেও তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে নিজের পুরোনো মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন। ট্রাম্প লিখেছেন, ‘২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’
গত সপ্তাহে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, তিনি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন; ‘কারণ, এ সম্পর্কটি শহরের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com