weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৪৭% , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পর্দায় নরেন্দ্র মোদির মা হীরাবেন হচ্ছেন রাবিনা ট্যান্ডন

প্রকাশ : ১৯-১১-২০২৫ ১১:৪৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে বায়োপিক। চলতি বছরের সেপ্টেম্বরে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বলিউডে জল্পনা চলছিল— প্রধানমন্ত্রীর মায়ের চরিত্রে কাকে দেখা যাবে?

অবশেষে জানা গেল, হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। অর্থাৎ পর্দায় নরেন্দ্র মোদির মা হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, ছবিটির সম্ভাব্য নাম ‘মা বন্দে’। এটি পরিচালনা করবেন দক্ষিণ ভারতের নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী। তার পরিচালনায় এটিই হবে প্রথম হিন্দি বায়োপিক, যা এরই মধ্যে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

হীরাবেন মোদির চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাবিনা ট্যান্ডন। তিনি জানান, হীরাবেনের জীবন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি সাধারণ গুজরাটি পরিবারের গৃহিণী হয়েও কীভাবে তিনি সন্তানদের মানুষ করেছেন এবং সৎপথে চলতে শিখিয়েছেন, তা জানার পর চরিত্রটির প্রতি তার আগ্রহ আরো বেড়ে যায়।

এক সাক্ষাৎকারে রাবিনা বলেন, ‘হীরাবেন মোদি ছিলেন এক নিঃশব্দ শক্তি। তার হাতে তৈরি হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী এক নেতা। বাস্তব জীবনের এমন শক্তিশালী চরিত্রে অভিনয় করা আমার কাছে এক বিশেষ সম্মান।’

নির্মাতারা জানিয়েছেন, ছবিটি শুধুই রাজনৈতিক জীবনের গল্প নয়; বরং এতে তুলে ধরা হবে এক মায়ের সংগ্রাম, তার বিশ্বাস, মূল্যবোধ এবং ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলার লড়াই। তাদের দাবি, বায়োপিকটি আদতে মা-ছেলের সম্পর্কের এক দীর্ঘ যাত্রা। নরেন্দ্র মোদি যখন চা-ওয়ালা ছিলেন, তখন থেকে শুরু করে তার প্রধানমন্ত্রী হওয়ার রাজনৈতিক যাত্রা— সবকিছুর আড়ালে যে একজন মায়ের নিঃশব্দ ত্যাগ লুকিয়ে আছে, সিনেমাটি সেই গল্পই বলবে।

এদিকে, সিনেমাটিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করছেন মালয়ালম সুপারস্টার উন্নি মুকুন্দন। তার মোদি-লুক প্রকাশের আগেই ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। নির্মাতারা আশা করছেন, ‘মা বন্দে’ বায়োপিকটি শুধু রাজনৈতিক দর্শকদের নয়, এর মানবিক আবেদনের কারণে বৃহত্তর দর্শকের মন ছুঁয়ে যাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারী এনজিও কর্মীর সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী নারী এনজিও কর্মীর সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী পুলিশের হেফাজতে ইমরান খানের ৩ বোন পুলিশের হেফাজতে ইমরান খানের ৩ বোন ছাত্রলীগ আখ্যা দিয়ে রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩ ছাত্রলীগ আখ্যা দিয়ে রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩ মামদানির সঙ্গে শুক্রবার ওভালে বসবেন ট্রাম্প মামদানির সঙ্গে শুক্রবার ওভালে বসবেন ট্রাম্প শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিকুর রহিম