weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাহিয়া মাহি ফিরছেন জাজ মাল্টিমিডিয়ায়, আসছে ‘অন্তর্যামী’

প্রকাশ : ১৯-১০-২০২৫ ১২:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের এক সিনেমার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যে সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।

ফেসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে 'অগ্নি-২' সিনেমার পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা 'অগ্নি' না, কারণ অগ্নি ছিল প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হলো বেঁচে থাকার সংগ্রামের সিনেমা। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।

সিনেমার গল্প নিয়ে প্রতিষ্ঠানটি লিখেছে, 'অন্তর্যামী' সিনেমার গল্প মাহি ও নয় বছরের শিশু মাবশুকে ঘিরে তৈরি হবে।

আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে ‘অন্তর্যামীর'। এরপর থাইল্যান্ড এবং সব শেষে শুটিং হবে বাংলাদেশে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মাহি। প্রথম সিনেমা ব্যবসাসফল হওয়ার পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এই অভিনেত্রী করেছেন একাধিক সিনেমা। এর মধ্যে ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’ সিনেমা দিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল।

তবে ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়ন শুরু হয় মাহির। ওই বছরেই জাজ থেকে বেরিয়ে যান তিনি।

জাজ থেকে বেরিয়ে অন্য প্রযোজকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন মাহি। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে চলে যান তিনি। পরের বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ফেরার কথা ছিল এই নায়িকার। এক দিন শুটিংও করেছিলেন।

কিন্তু প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ওই সিনেমা থেকে বেরিয়ে আসেন মাহি। এর মাঝে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ