weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বাই ছাড়ছেন বলিউড অভিনেত্রী পরীণীতি?

প্রকাশ : ১৯-১০-২০২৫ ১২:০০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পরিণীতি চোপড়া নতুন এক জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে। মা হতে চলেছেন তিনি। রাজনৈতিক স্বামী রাঘব চাড্ডার সঙ্গে তাদের জীবনে আসছে প্রথম সন্তান। 

আগস্টে সুখবর প্রকাশ্যে আনার পর থেকেই বলিউডের আলোচনার কেন্দ্রে পরিণীতি। তবে এবার গুঞ্জন রয়েছে, সন্তান জন্মের পর কি অভিনয় জগৎকে বিদায় জানিয়ে পুরোপুরি মুম্বাই ছাড়তে চলেছেন এই তারকা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিণীতি বড় পর্দার মানুষ, তাই তার কর্মভূমি মুম্বাই। অন্যদিকে তার স্বামী রাঘব চাড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তার কর্মজগৎ। যদিও অভিনেত্রীর স্বামীর পৈতৃক বাড়িও দিল্লিতেই। 

বিয়ের পর থেকেই মুম্বাই-দিল্লি আসা যাওয়া করছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও মুম্বাইয়ে থেকেছেন বেশিরভাগ সময়। কিন্তু এবার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছেন না বাড়ির লোক। সন্তান ভূমিষ্ঠ হতে পারে শিগগির, তাই দিল্লি উড়ে গেলেন পরিণীতি। সেখানেই জন্ম নেবে তার সন্তান।

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘আম আদমি পার্টি’র সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হয় পরিণীতির। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদ্‌যাপন। বিয়ের ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতিই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উসকে দিয়েছিল। 

কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা। সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন পরিণীতি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ