weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি, বাদ রিজওয়ান

প্রকাশ : ২১-১০-২০২৫ ১২:১৫

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক হলেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে তার জায়গায় শাহিন আফ্রিদিকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিসিবি। 

শাহিন আফ্রিদি অধিনায়কত্ব পাওয়ায় তিন সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের এখন তিনজন অধিনায়ক। টি-টোয়েন্টিতে সালমান আলী আগা ও টেস্টে শান মাসুদ অধিনায়কের দায়িত্বে রয়েছেন। 

৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শাহিন আফ্রিদির নেতৃত্বে খেলবে পাকিস্তান দল। রিজওয়ানকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত আসে ইসলামাবাদে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন টেস্ট দলের প্রধান কোচ মাইক হেসন, হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ ও নির্বাচক কমিটির সদস্যরা। 

ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালে শাহিন আফ্রিদির অভিষেক। এখন পর্যন্ত তিনি ৬৬ ওয়ানডেতে ২৪.২৮ গড়ে ১৩১ উইকেট নিয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ১৮ উইকেট পেয়েছিলেন তিনি। এর আগে অল্প সময়ের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সিরিজে পরাজয়ের পর নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

গত বছরের অক্টোবর থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রিজওয়ান। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ