weather ২১.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলে

প্রকাশ : ২৪-০৮-২০২৫ ১১:২৬

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
অসুস্থ হয়ে পড়ে যান মা চায়না খাতুন (৬৩)। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এরপর মাকে দেখতে হাসপাতালে আসেন ছেলে সাইফুল ইসলাম (৪০)। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনিও।

শনিবার (২৩ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চায়না খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সাইফুল ইসলাম। মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত চেষ্টা চালালেও কিছুক্ষণের মধ্যেই সাইফুলও মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ইসরাত জেরিন জেসিকা বলেন, মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু যেন বিরল। পুরো হাসপাতাল এ ঘটনায় যেন শোকাহত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প