weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলে

প্রকাশ : ২৪-০৮-২০২৫ ১১:২৬

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
অসুস্থ হয়ে পড়ে যান মা চায়না খাতুন (৬৩)। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এরপর মাকে দেখতে হাসপাতালে আসেন ছেলে সাইফুল ইসলাম (৪০)। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনিও।

শনিবার (২৩ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চায়না খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সাইফুল ইসলাম। মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত চেষ্টা চালালেও কিছুক্ষণের মধ্যেই সাইফুলও মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ইসরাত জেরিন জেসিকা বলেন, মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু যেন বিরল। পুরো হাসপাতাল এ ঘটনায় যেন শোকাহত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু