weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মেসির শূন্যতা পূরণ করলেন লুইস সুয়ারেজ

প্রকাশ : ২১-০৮-২০২৫ ১৫:২৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি চোটের কারণে মাঠে নামতে পারেননি। তবে তার শূন্যতা দারুণভাবে পূরণ করেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকারের জোড়া পেনাল্টি গোলে ইন্টার মায়ামি বুধবার রাতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আগস্টের শুরুতে হালকা পেশির ইনজুরিতে পড়েন মেসি। দুই সপ্তাহ বিশ্রামের পর গত শনিবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করলেও টাইগ্রেসের বিপক্ষে তাকে বিশ্রামে রাখেন কোচ হাভিয়ের মাসচেরানো।

ম্যাচের ২০ মিনিটে জাভিয়ের আকুইনোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন। সেখান থেকেই মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। তবে ৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস।

শেষ মুহূর্তে আবারো আলো ছড়ান সুয়ারেজ। ৮৭ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করেন তিনি। এর মাধ্যমে মায়ামিকে ২-১ গোলের জয় এনে দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

ম্যাচে উত্তেজনার ঝড়ও বয়ে যায়। হাফটাইমে অতিরিক্ত সময় নিয়ে আপত্তি জানাতে গিয়ে লাল কার্ড দেখেন মায়ামি কোচ মাসচেরানো। তবে তিনি গ্যালারি থেকে দলের জয় উপভোগ করেন।

এই জয়ের ফলে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি। লিগস কাপে শুধু ট্রফি নয়, সঙ্গে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও।

ফাইনালিস্ট দুই দল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জয়ী সরাসরি পরবর্তী আসরে খেলার সুযোগ পাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু