weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মেসি ম্যাজিকে জয়ে ফিরল মায়ামি

প্রকাশ : ০৬-০৭-২০২৫ ১০:৩৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি গোল অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে।

ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন। 

দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোল মায়ামির বড় জয় নিশ্চিত করে।

মায়ামির এমন দাপুটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছে হেড কোচ হাভিয়ের মাসচেরানো। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএস থেকে দূরে ছিল মায়ামি। তাই লিগে ফিরে জয়ে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর আবার লিগে ফেরা সহজ নয়। কিন্তু ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে। 

মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত। তিনি বলেন, ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে, মধ্যরাতের আয়োজন নিয়ে সমালোচনা ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে, মধ্যরাতের আয়োজন নিয়ে সমালোচনা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পঞ্চগড়ে শিশুকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪ পঞ্চগড়ে শিশুকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪ রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু