মেসি-সুয়ারেজের নৈপুণ্যে রেড বুলসের বিপক্ষে জিতল মায়ামি
প্রকাশ : ০৪-০৫-২০২৫ ১২:৩৩

ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
মেজর লিগ সকারে গোল পাচ্ছিলেন না লিওনেল মেসি। জয় পাচ্ছিল না তার দল ইন্টার মায়ামিও। অবশেষে রেড বুলসের বিপক্ষে গোলের দেখা পেলেন মেসি। আর তাতেই রীতিমতো উড়ে গেল প্রতিপক্ষ। চার গোল হজম করতে হয়েছে তাদের। মেসিরা জয় পেয়েছেন ৪-১ গোলে।
রবিবার (৪ মে) সকালে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে গোল করেন ফাফা পিকোল্ট এবং মার্সেলো ওয়েগান্ডট, লুইস সুয়ারেস ও মেসি।
এই ম্যাচের আগে ভ্যানকুভারের কাছে দুই লেগেই হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। সেই দুটি ম্যাচের মাঝে মেজর লিগ সকারে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ডালাসের বিপক্ষে। অবশেষে তিন ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি। অন্যদিকে আর্জেন্টাইন জাদুকর মেসি গোল পেয়েছেন চার ম্যাচ পর।
সুয়ারেজের বাড়ানো পাস ধরে নবম মিনিটেই মায়ামিকে লিড এনে দেন ফিকোল্ট। ৩০ মিনিটেই সেই ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। প্রথম গোলের যোগান দেওয়া উরুগুইয়ান তারকা নাম তোলেন ৩৯ মিনিটে। বিরতির আগেই তিন দফা গোল হজম করে ব্যাকফুটে চলে যায় নিউইয়র্ক রেড বুলস। তবে প্রধমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে তাদের ব্যবধান কমে চুপো মোটিংয়ের অবদানে।
দ্বিতীয়ার্ধে মেসির গোলটি আসে ৬৭ মিনিটে। সতীর্থের সঙ্গে পাস চালাচালি করে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে ডজ দিয়ে ভাসানো বলে শট নেন আর্জেন্টাইন তারকা। স্বল্প দূরত্বের সেই জোরালো শট ঠেকানোর সুযোগ ছিল না রেড বুলস গোলরক্ষকের পক্ষে। এটি আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারে ৮৫৯তম গোল। এরপর দুই দলই চেষ্টা অব্যাহত রাখলেও, আর কেউই গোল পায়নি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মায়ামি। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এ ছাড়া সমান ২২ পয়েন্ট নিয়ে দুই-তিনে যথাক্রমে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাতি।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com