weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানইউ এমি মার্টিনেজের পরবর্তী গন্তব্য?

প্রকাশ : ২২-০৬-২০২৫ ০৯:৫৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। ভিলা পার্কে ক্লাবের শেষ ম্যাচে বিদায়ী বার্তা দিতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন তিনি। 

অ্যাস্টন ভিলা ছাড়ার ঘোষণা দিয়ে আপাতত ক্যারিয়ার নিয়ে কিছুটা অনিশ্চয়তায় আছেন মার্টিনেজ। নতুন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

সংবাদ মাধ্যম দ্য সান দাবি করেছে, আর্জেন্টাইন এই গোলরক্ষক স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চান। ক্লাবটির পর্তুগিজ কোচ রুবেন আমেরিমও নাকি তাকে দলে নিতে আগ্রহী। দ্য সানের মতে, কোচ আমোরিম দলে এমির মতো অধিনায়ক ও নেতাকে চান। 

কিন্তু দুই পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো বলার মতো কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে মার্টিনেজের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছিল। কিন্তু কাতালানরা তরুণ স্প্যানিশ কোচ হুয়ান গার্সিয়াকে দলে নিয়েছে। মার্টিনেজের তাই বার্সায় যাওয়ার আর সুযোগ নেই। 

ওদিকে সৌদি প্রো লিগ থেকে আর্জেন্টিনার এই পেনাল্টি বিশেষজ্ঞকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বেশ আগেই। তবে আগামী বিশ্বকাপ মাথায় রেখে সৌদি লিগে যেতে চান না তিনি। ইউরোপের শীর্ষ পর্যায়ে থেকে সেরা ছন্দ ও আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চান এই গোলরক্ষক। 

এমি মার্টিনেজকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে তুর্কি ক্লাব গালাতাসারায়ে। উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ক্লাব ছাড়ছেন। তার জায়গায় মার্টিনেজকে দলে নিতে চাইলেও আলবিসেলেস্তে গোলরক্ষক ওই প্রস্তাবেও সাড়া দেননি। 

ওদিকে ম্যানইউ এক মৌসুমে আগে ইন্টার মিলান থেকে মোটা অঙ্কের অর্থে কেনা সেনেগালিচ গোলরক্ষক ওনানাকে ছেড়ে দিতে চায়। সংবাদ মাধ্যম দাবি করেছে, ওনানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু