রাঙামাটিতে পিকআপচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
প্রকাশ : ২৬-০৪-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালের দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালের দিকে চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com