weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালের হার ঠেকালেন এমবাপ্পে

প্রকাশ : ০৯-০২-২০২৫ ১১:১৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বিতর্কিত পেনাল্টি থেকে হুলিয়ান আলভারেজের করা গোলে শুরুতে পিছিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরে পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়ে হার ঠেকান কিলিয়ান এমবােপ্পে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের দুই ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। এতে করে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল|এদিন খেলার শুরুতে কিছুটা চাপিয়ে খেলছিল অ্যাতলেটিকো। বিরতির পর তারা রক্ষণে মন দেয়। প্রথমার্ধের ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিলো অ্যাতলেটিকো।

বক্সের ভেতর চুয়ামেনি প্রতিপক্ষের খেলোয়াড় স্যামুয়েল লিনোর পায়ে পা লাগালে পেনাল্টি পায় তারা, এই পেনাল্টি নিয়ে অবশ্য কিছুটা বিতর্ক আছে। ভিএআরে পাওয়া সিদ্ধান্তের পর সেখান থেকে গোল পান আলভারেজ।

বিরতির খানিক পরই গোলটি শোধ দিয়ে দেয় রিয়াল। ডান প্রান্ত দিয়ে দুইজন ফুটবলারকে কাটিয়ে দারুণ ক্রস করেন রদ্রিগো। বক্সের ভেতর থেকে জুড বেলিংহ্যাম প্রথমে শট নিয়েছিলেন, সেটা ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়ান এমবাপে।

হার এড়ানো গেলেও এই ফলে হতাশ রিয়াল। কোচ আনচেলত্তি জানান নিজেদের মাঠে পুরো পয়েন্ট চেয়েছিলেন তারা, দল হতাশ কারণ তারা মনে করে আরো বেশি কিছু প্রাপ্য ছিল ... তবে একটা কারণে খুশি কারণ আমরা এখনও শীর্ষে আছি। দ্বিতীয়ার্ধে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, আমাদের অনেক সুযোগ ছিল।

২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল, সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অ্যাতলেটিকো। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে |

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫