weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রেফারিকে বরফ ছুড়ে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার

প্রকাশ : ৩০-০৪-২০২৫ ১২:৫০

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
কোপা দেল রের ফাইনালে রেফারির দিকে তেড়ে যাওয়া ও কিছু একটা ছুড়ে মারার ঘটনায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আন্তোনিও রুডিগার। ম্যাচ চলাকালে বেঞ্চে থাকা অবস্থায় রেফারির একটি সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার রেফারির দিকে তেড়ে যান; তাকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারেন। পরে জানা যায়, সেটি ছিল বরফ। ঘটনার পরপরই লাল কার্ড দেখানো হয় রুডিগারকে।

ঘটনাটি ঘটে গত শনিবার, কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে। রিয়াল তখন ৩-২ গোলে পিছিয়ে। এমবাপ্পের একটি ফ্রি-কিকের আবেদন নাকচ করে দেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া, যার প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হন রুডিগার। পরবর্তীতে তার আচরণ ও বরফ নিক্ষেপের ঘটনায় রেফারি রিপোর্টে বিষয়টি উল্লেখ করলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তদন্তের পর এই শাস্তি দেয়।

রুডিগারের মতো একই সময়ে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজও। তবে বেলিংহামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার লাল কার্ড বাতিল করা হয়েছে। ভাসকেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলেও তা কার্যকর হবে শুধুই কোপা দেল রেতে। রিয়াল ছাড়ার প্রাক্কালে এই নিষেধাজ্ঞা নিয়ে ভাসকেজকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই ক্লাবের।

অন্যদিকে, ছয় ম্যাচের নিষেধাজ্ঞা হওয়ায় রুডিগারের শাস্তি কেবল কোপা দেল রে নয়, লা লিগাতেও কার্যকর হবে। কারণ, স্পেনে চার ম্যাচ বা তার বেশি নিষেধাজ্ঞা অন্য প্রতিযোগিতাতেও প্রযোজ্য হয়। ফলে চলতি লিগ মৌসুমের বাকি পাঁচ ম্যাচ এবং আগামী মৌসুমের প্রথম লিগ ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে এই জার্মান ডিফেন্ডারকে।

উল্লেখ করার বিষয় হলো, শাস্তি নিশ্চিত জেনেই হাঁটুর অস্ত্রোপচার সেরে ফেলেছেন রুডিগার। সময়টাকে কাজে লাগাতেই আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু